এইচএসসি পরীক্ষার ফলাফলঃ উল্লাপাড়ায় বিজ্ঞান কলেজ শীর্ষে
NewsDesk
উল্লাপাড়া প্রতিনিধিঃ রাজশাহী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া উপজেলায় বিজ্ঞান কলেজ শীর্ষে রয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন। এই কলেজ থেকে এ বছর মোট ৩৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায় জানান, এই কলেজের পাসের হার ৯৬.৮৭ ভাগ।
উল্লাপাড়া উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি আকবর আলী কলেজ। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১। এখানে মোট পরীক্ষার্থী ছিল ৮৬১ জন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, এ বছর এই কলেজের পাসের হার ৯০ ভাগ।