শাহজাদপুরে যুবক এসিড দগ্ধ

J-1শাহজাদপুর প্রতিনিধিঃ গত সোমবার রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়ে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের আজাহার ব্যাপারীর ছেলে উজ্জল হোসেন (৩২) কে এলোপাথারি ভাবে কুপিয়ে ও এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করেছে । তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতর বড় ভাই আলাউদ্দিন বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বাদী আলাউদ্দিন ও উজ্জলের স্ত্রী নুরজাহান বেগম জানান, গ্রামের রিপনের দোকান থেকে সিগারেট কিনে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে । তারা আরো জানান, মোজাম ব্যাপারী, রওশন আলী, রফিকুল ইসলাম, সাজ

শাহজাদপুর প্রতিনিধিঃ গত সোমবার রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়ে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের আজাহার ব্যাপারীর ছেলে উজ্জল হোসেন (৩২) কে এলোপাথারি ভাবে কুপিয়ে ও এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করেছে । তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতর বড় ভাই আলাউদ্দিন বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বাদী আলাউদ্দিন ও উজ্জলের স্ত্রী নুরজাহান বেগম জানান, গ্রামের রিপনের দোকান থেকে সিগারেট কিনে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে । তারা আরো জানান, মোজাম ব্যাপারী, রওশন আলী, রফিকুল ইসলাম, সাজু, বিদ্যুৎ, সালমা, রোজিনা সহ ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী সেখানে আগে থেকেই ওৎ পেতে বসে থাকে । উজ্জল সেখানে পৌছা মাত্র অতর্কিতে তার উপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে ও এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। তার আতœচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করে । পরে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। পোতাজিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম খান জানান, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে উজ্জলের মাথায় গুরুতর যখম ও এসিডে বুক ও পিঠ ঝলসে যাওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ হামলার পর থেকে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে আতœগোপন করেছে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।