উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁত শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামে। শান্তা এই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।


শান্তার ভাই আব্দুল ছালাম জানান, বেশ কিছুদিন ধরে শান্তা নেশাগ্রস্থ হয়ে পড়েছিল। নেশার টাকার জন্য প্রায় দিনই পরিবারের লোকজনের উপর নির্যাতন করত সে। ঘটনার দিন তাকে টাকা না দেওয়ায় সে নিজের শোবার ঘরের ধর্ণার সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছে।


উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শান্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।