বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে নিরাপত্তার কর্মীর লাশ উদ্ধার

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে আজ সকালে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ স্টেশনের অদূরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ফরিদুল ইসলাম হেলাল (৬২)। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়-সারটিয়া গ্রামের মৃত জোতিন সরকারের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোর ৬টার দিকে বাড়ি থেকে কাজে আসার পথে সয়দাবাদ এলাকায় দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার লেঃ কমান্ডার (অবঃ) মুজাহিদ উদ্দিন জানান, তার মাথার পেছনে ক্ষত চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তার লাশ দাফন করা হয়েছে।

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে আজ সকালে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ স্টেশনের অদূরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ফরিদুল ইসলাম হেলাল (৬২)। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়-সারটিয়া গ্রামের মৃত জোতিন সরকারের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোর ৬টার দিকে বাড়ি থেকে কাজে আসার পথে সয়দাবাদ এলাকায় দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার লেঃ কমান্ডার (অবঃ) মুজাহিদ উদ্দিন জানান, তার মাথার পেছনে ক্ষত চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তার লাশ দাফন করা হয়েছে।