বেলকুচিতে মালয়েশিয়াগামী দুই যুবক আজও সন্ধান নেই

বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় মানব পাচারের খপ্পরে মালয়েশিয়ায় যাওয়ার পথে দুই যুবক ছয় মাস যাবত নিখোঁজ রয়েছে। গত বুধবার সরজমিন পরিদর্শন কালে জানা যায়, সর্বতুলসী গ্রামের মৃত জাফের আলী মন্ডল ও মাতা ছামেলা এর পুত্র ইসরাইল মন্ডল গত ২১ ফেব্রুয়ারী আগুড়িয়া গ্রামের দালাল আলী আকবর ও ছোট সগুনাগ্রামের মৃত শহিদ আকন্দের পুত্র মজিদ আকন্দ (৬৫) প্রলোভনে ইসরাইল হোসেন মালয়েশিয়া চলে যায়। অদ্যবধি পর্যন্ত এর আর কোন খোজ নেই। বেতিল চরপাড়া গ্রামের আব্দুল এর পুত্র আমিরুলের প্রলোভনে দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের জেলহাকিম ও রাবিয়া খাতুনের পুত্র এমদাদুলেরও কোন সন্ধ্যান মেলে নাই।
এমন কি বেলকুচি থানায় ৫২ জনের নামের তালিকা ও এনায়েতপুর থানায় ১৯ জনের নামের তালিকায় তাদের কোন নাম নাই।