চন্দন কুমার আচার্য, বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বেলকুচি উপজেলার চালা গ্রামের প্রণব কুমার সাহার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা সোনালী সাহা (৩০) গত বুধবার সন্ধায় মৃত্যু বরন করেন (দিব্যান লোকান স্বগচ্ছুতঃ)।
গত শনিবার ব্যাথা উঠার পর ৭ মাসের অন্তঃসত্ত্বা সোনালী সাহাকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার রাত্রে ৭ মাসের সন্তান ডেলিভাড়ি হয়।
গাইনি বিভাগের অনভিজ্ঞ একজন ডাক্তার এসে তাকে চিকিৎসা দেয়। বুধবার সন্ধ্যায় ৭ মাসের অন্তঃসত্ত্বা সোনালী সাহা মৃত্যু বরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, গাইনি বিভাগে ডাক্তার ছিল একেবারে অপরিপক্ক। এক সূত্রে জানা গেছে মৃত্যুর পর সে জীবিত আছে বলে গাইনি বিভাগ পরিবারের লোকজনকে জানিয়েছে।
চালা গ্রামের প্রণব সাহা ও সোনালী সাহার একমাত্র সন্তান মানিক সাহা (মুন্না) ২০১৩ সালে এসএসসি পাশ করে। এখন বেলকুচি ডিগ্রী কলেজের ছাত্র। মাতৃহারা হলো আজ মুন্না এটা বড় করুনাদায়ক ও বেদনাবিধুর। অকালেই মাতৃহারা হলো মুন্না।
এনায়েতপুর থানার শিবপুর গ্রামের মৃত শিব শংকর সাহার একমাত্র কন্যা সোনালী সাহা। ৩ ভাই একবোন। ৩