শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার শাহজাদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও মদ সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হলো, হামিদ মার্কেটের সুতা ব্যবসায়ী সামছুল ইসলাম (৫০) ও রুহুল আমিন (২০)। শাহজাদপুর থানার এসআই হাবিবুর রহমান এবং এএসআই মেহেদী হাসান জানান, সামছুল ইসলাম হামিদ মার্কেটে সুতা ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ বিক্রি আসছিল। তাকে ১০ লিটার মদ সহ তার দোকান থেকে গ্রেফতার করা হয়। এছাড়া, রুহুল আমিনকে ৪ পিস ইয়াবা এবং ১০ পুরিয়া হেরোইন সহ দ্বারিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন ধরে দ্বারিয়াপুর এলাকায় ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে শাহজাদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।