৪ ছিনতাইকারী সহ পিক-আপ আটক

শাহজাদপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি পিক-আপ (মিনি ট্রাক), (আবেদীত-২৫৩) শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছি নামক স্থান থেকে ৪ ছিনতাইকারীসহ এ পিক-আপটি শাহজাদপুর থানা পুলিশ আটক করেছে। শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পরিবহন ব্যবসায়ী আতিকুর রহমানের এই পিক-আপটির ড্রাইভার মামুন (৩০), হেলপার মাজেদুল (২০) কে হাত-পা বেধে ছিনতাইকারীরা গত শুক্রবার বিকেলে হাকিমপুর থেকে পিক-আপটি ছিনতাই করে। ছিনতাইকারী ফরহাদ রেজা (৪০), নাহিদ হাসান (২৩), রতন আলী (৪০), সুমন (৩৫) গত শনিবার বিকেলে পিক-আপটি শাহজাদপুরের তালগাছিতে নিয়ে আসে। এদিন ছিনতাইকৃত পিক-আপটি রেখে ছিনতাইকারীরা মহাসড়কের আশে-পাশে ঘুরতে থাকলে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন শাহজাদপুর থানায় খবর দিলে শাহজাদপুর থানার এসআই হাবীবুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ ছিনতাইকারী সহ পিক-আপটি আটক করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানা সুত্রে গেছে ৪ ছিনতাইকারীর মধ্যে ২ জনের বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অপর ২ ছিনতাইকারীর বাড়ী নওগা জেলা সদরে।

শাহজাদপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি পিক-আপ (মিনি ট্রাক), (আবেদীত-২৫৩) শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছি নামক স্থান থেকে ৪ ছিনতাইকারীসহ এ পিক-আপটি শাহজাদপুর থানা পুলিশ আটক করেছে। শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পরিবহন ব্যবসায়ী আতিকুর রহমানের এই পিক-আপটির ড্রাইভার মামুন (৩০), হেলপার মাজেদুল (২০) কে হাত-পা বেধে ছিনতাইকারীরা গত শুক্রবার বিকেলে হাকিমপুর থেকে পিক-আপটি ছিনতাই করে। ছিনতাইকারী ফরহাদ রেজা (৪০), নাহিদ হাসান (২৩), রতন আলী (৪০), সুমন (৩৫) গত শনিবার বিকেলে পিক-আপটি শাহজাদপুরের তালগাছিতে নিয়ে আসে। এদিন ছিনতাইকৃত পিক-আপটি রেখে ছিনতাইকারীরা মহাসড়কের আশে-পাশে ঘুরতে থাকলে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন শাহজাদপুর থানায় খবর দিলে শাহজাদপুর থানার এসআই হাবীবুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ ছিনতাইকারী সহ পিক-আপটি আটক করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানা সুত্রে গেছে ৪ ছিনতাইকারীর মধ্যে ২ জনের বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অপর ২ ছিনতাইকারীর বাড়ী নওগা জেলা সদরে। এই ঘটনায় শাহজাদপুর ও হাকিমপুর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।