আঃ কি নিদারুণ কষ্ট! বর্বরতা, পৈচাশিক নিষ্ঠুরতা, মীরজাফর লজ্জায়-
অবগুন্ঠনে ঢাকে মুখ, ঘাতক মোহাম্মদী বেগ মিরনের শঙ্কায় কাঁপে বুক।
পলাশীর প্রান্তে হারানো বিজয় বহু বছর পরে, ছিনিয়ে আনে-
সাত কোটি বাঙালি, কত মা বোনের সম্ভ্রম আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে।
বাংলার প্রাণ বাংলার মান বাঙালির নয়নমনি, যার জীয়ন কাঠির পরশে জেগেছিল-
সাড়ে সাত কোটি বাঙালী। নির্ভিক সৎ ন্যায়পরায়ন বাংলার শিরোমনি-
হৃদয়ে ছিল যার দেশপ্রেম, মায়া মমতা ভালবাসার খনি। বেঈমান আর খুনির দল-
নিভিয়ে দিল সে প্রদীপ, যে প্রদীপের আলোয় আলোকিত ভূবন, অন্ধকার চিরে-
উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করেছে গগন। চেতনায় তুমি, ভাবনায় তুমি ছিলে অতীতে-
আছ বর্তমানে, থাকবে ভবিষ্যতেও। বাংলা আছে যতদিন, বাঙালি থাকবে যতদিন-
উজ্জ্বল নক্ষত্র হয়ে দীপ্তি ছড়াবে বাঙালি জাতির অন্তরে। নিষ্পাপ রাসেল সোনাকেও
নির্মমভাবে রক্তাক্ত করে প্রাণ ছিনিয়ে নিলো হায়েনার দল। ছিঃ সে কি ঘৃণতম কাজ !
ক্ষমা পায়নি, ক্ষমা পাবে না-ঘাতক মীরজাফরের দল।
তোমার তরে রইল লাখো সালাম হে মহা বীর বাংলার কর্ণধার।
সেদিনের সাড়ে সাত কোটি আজকের পনের কোটি বাঙালির নয়ন মনি তুমি