উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়াায় পুলিশ আজ সোমবার বিকেলে পৌরসভার ঝিকিড়া মহল্লা থেকে ১৫ পুড়িয়া হেরোইন সহ আব্দুল মান্নান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। মান্নান এই মহল্লার মকবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক সামিউল ইসলাম জানান, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।