বেলকুচিতে গোল্ডকাপ সিমেন্ট মিলের কর্চারীদের জেল-জরিমানা

চন্দন কুমার আচার্য ঃ অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গোল্ডকাপ সিমেন্ট মিলের তিন কর্মকর্তা-কর্মচারীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।   বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নানা অনিয়ম ও বিএসটিআইয়ের অনুমোদন হীন কারখানাটি আদালতের দৃষ্টিগোচরে আসে। এ কারনে বিএসটিআই ১৯৮৫ আদ্যদেশ সংশোধিত ২০১৩ এর ১৯২৪ ধারায় এবং ৩০/৩১(ক) ধারা মোতাবেক তিন কর্মচারীর প্রত্যককে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।অভিযুক্তরা হলেন, পাবনা জেলার দাশুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও গোল্ডকাপ সিমেন্ট মিলের কর্মচারী আবুল হোসেন (৫৫), তামাই গ্রামের আফতাব উদ্দিনের ছেলেগোল্ডকাপ সিমেন্ট মিলের কর্মচারী হারুনার রশিদ (৬৫) ও রায়গঞ্জ উপজেলার নজাবর আলীর ছেলেগোল্ডকাপ সিমেন্ট মিলের কর্মচারী জয়নাল আবেদিন (৫০)।জরিমানার টাকা নগদে আদায় করার পর অভিযুক্তদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এসময় তার সাথে ছিলেন রাজশাহ