শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা
editor@shahzadpursangbad.com
শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলাল হোসেন (২৩) নামক এক যুবকের ৬ মাসের কারাদন্ড তাকে সহযোগিতার অভিযোগে মৃদুলা কর্মকার (১৮) নামক এক উশৃঙ্খল যুবতীর ২ হাজার টাকা জারমানা করা হয়েছে। পুলিশ ও ছাত্রছাত্রী সূত্রে জানা যায়, পৌর সদরের শক্তিপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী বেলাল হোসেন আইগবাড়ী পাড়কোলা গ্রামের শ্যামল কর্মকারের মেয়ে উশৃঙ্খল মৃদুলা কর্মকারের সহযোগিতায় কলেজে ঢুকে ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। রোববার তারা শাহজাদপুর সরকারী কলেজে অবৈধ প্রবেশ করে এক কলেজ ছাত্রীকে বিবাহের প্রস্তাবসহ নানা প্রলভন দেখায়। এসময় ছাত্রীরা কলেজ অধ্যক্ষের নিকট অভিযোগ জানায়। সঙ্গে সঙ্গে কলেজ কতৃপক্ষ দু’জনকে আটোক করে পুলিশে খবর দেয়। পরে কলেজ চত্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে- আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার শামীম আহেমদ বেলাল হোসেন কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মৃদুলার ২ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। আদালতের নির্দেশে বেলাল হোসেনকে জেলহাজতে, মৃদুলার জরিমানা টাকা আদায় ও মুচলেকা নিয়ে অভিভাবকের