
ডেস্ক নিউজঃ বেলকুচি উপজেলার পৌর এলাকার চালা বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল হাই মার্কেটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, হাই মার্কেটের জননী ইলেক্ট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলে।
এতে জননী স্টোর, গোপাল হেয়ার কাটিং, হিশাম টেলিকম, বাবুল স্টুডিও অ্যান্ড ভিডি, সাঈদুল কনফেকশনারি, জিল্লুর ইলেক্ট্রনিক্স ও আশরাফ পোল্ট্রি ফিডের দোকান পুড়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্
ডেস্ক নিউজঃ বেলকুচি উপজেলার পৌর এলাকার চালা বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল হাই মার্কেটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, হাই মার্কেটের জননী ইলেক্ট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলে।
এতে জননী স্টোর, গোপাল হেয়ার কাটিং, হিশাম টেলিকম, বাবুল স্টুডিও অ্যান্ড ভিডি, সাঈদুল কনফেকশনারি, জিল্লুর ইলেক্ট্রনিক্স ও আশরাফ পোল্ট্রি ফিডের দোকান পুড়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় নগদ টাকাসহ তাদের কমপক্ষে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Source: pnsnews24.com