উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ভোরে উল্লাপাড়ায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন শাহজাহান আলী (২৮) এবং ইয়াছিন আলী (২৬)। আহত হয়েছে ১০ জন।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে উল্লাপাড়ার পাচিলা বাজারের কাছে রূপনগর পরিবহনের একটি কোচ ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে চালক নিয়ন্ত্রন হারালে কোচটি পাশের গর্তে পড়ে যায়। এ সময় চালক শাহজাহান আলী মারা যান এবং কোচের ৮ যাত্রী আহত হন। শাহজাহান আলী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা চরকুমার পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অপর দূর্ঘটনাটি ঘটে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে। সেখানে ইয়াছিন আলী নামের এক ভ্যান যাত্রীকে অজ্ঞাতনামা একটি কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ভ্যানের অপর দুই যাত্রী আহত হয়। ইয়াছিন উল্লাপাড়ার হাটিকুমরুল নবরতœপাড়া গ্রামের আয়নাল উদ্দিনের ছেলে। এ ব্যাপারে সলঙ্গা থানায় দু’টি মামলা হয়েছে।