উল্লাপাড়া প্রতিনিধিঃ গতকাল সোমবার উল্লাপাড়া থানা পুলিশ উপজেলার ভদ্রকোল গ্রামের নিজ বাড়ি থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী রায়হান আলী (২৫) কে গ্রেপ্তার করেছে। রায়হান ওই গ্রামের আব্দুর রশিদ সুটকার ছেলে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত রায়হানকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।