শাহজাদপুর ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম ফারুক,শাহজাদপুর শাহজাদপুর উপজেলার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে গভনিং বডির কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।  উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সম্প্রতি নিয়ম নীতি উপেক্ষা করে ঘরে বসে অধক্ষ্য কামাল পাশা নিজস্ব লোকজনকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করেছে বলে জানা গেছে। এব্যাপারে স্থানীয়রা শিক্ষা অধিদপ্তরসহ, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান , স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেছে। অভিযোগে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামাল পাশা শিক্ষক, অভিবাবক ও ছাত্র/ছাত্রীদের অবহিত না করে শুধু মাত্র তার নিজস্ব লোকদের অন্তর্ভুক্ত করে গোপনে একটি কমিটি গঠন করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী স্থানীয় কৈজুরি ইউপি সদনস্য নুরুল ইসলাম , শুকুর ব্যাপারি , তোফাজ্জল হোসেন ও মোঃ জাহাঙ্গির হোসেন জানান, অধ্যক্ষ কামাল পাশা অসৎ উদ্দেশ্যে কাউকে কিছু না জানিয়ে প্রতিষ্ঠানটিকে ধ্বংশ করতে তার নিজস্ব লোক দারা এই কমিটি করেছে । যেটা দেখে আমাদের মনে হয়েছে এটা অন্যায় ও