সরকারী নির্দেশ অমান্য করে কামারখন্দে সহকারী গ্রন্থাগার নিয়োগ

কামারখন্দ প্রতিনিধিঃ কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদে নিয়োগ পরীক্ষা নিয়ে ধূম্যজালের সৃষ্টি হয়েছে। নিয়োগ পরীক্ষা নিয়ে শিক্ষক ম্যানেজিং কমিটি ও পরীক্ষার্থীরা ভিন্ন কথা বলেছেন। এদিকে নিয়োগ স্থগিত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। গত ২৬ আগস্ট শুনানি শেষে আদালত কেন এই নিয়োগের উপর নিষেধাজ্ঞা আদেশ প্রদান করা হবে না এই মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে নিয়োগ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে আদালত। চিঠি প্রাপ্তির বিষয়টি শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষক রাশীদুল ইসলাম স্বীকার করেছেন।


মামলা সূত্রে জানা যায়, আদালতে মামলা চলাবস্থায় কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদে নিয়োগ চূড়ান্ত করেছে ম্যানেজিং কমিটি ও স্কুলের প্রধান শিক্ষক। ওই পদে নিয়োগদাতার নিকট থেকে ৭ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে। রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদে নিয়োগ প্রদানের জন্য ২০১৩ সালের ২ ফেব্রুয়ারী স্থানীয় একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে উপজেলার বারাকান্দি গ্রামের এস.এম আবদুর রশিদের