চন্দন কুমার আচার্যঃ উপবৃত্তির টাকা অবৈধভাবে কেটে নেওয়া এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের ঘটনায় উল্লাপাড়ার বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার আবারও স্কুল চত্ত্বরে স্কুল প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় প্রধান শিক্ষক গোলাম মওলা সহ শিক্ষকদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। ফলে বন্ধ হয়ে যায় ক্লাস। শিক্ষার্থীরা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানায়। গত ২৯ আগষ্ট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বন্টনের সময় শিক্ষকগণ জোর করে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ৪/৫ শ’ টাকা করে কেটে নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক গোলাম মওলা ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের অপসারণের দাবিতে স্কুল চত্ত্বরে ও উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উদ্ভুত পরিস্থিতিতে স্কুল ৩০ ও ৩১ আগষ্ট ছুটি দিয়ে দেওয়া হয়। ১ সেপ্টেম্বর মঙ্গলবার স্কুল আবার খুললে শিক্ষার্থীরা আবারও অবৈধভাবে উপবৃত্তির টাকা কেটে নে