মোঃ শফিকুল ইসলাম ফারুক ,শাহজাদপুরঃ শাহজাদপুরে পুকুরে জাল কেটে মাছ নিধনের চেষ্টার ঘটনায় জিডি করেছেন মৎস্য চাষী নাদিম আলী। উপজেলার জুগ্নীদহ গ্রামের জামাত আলীর পুকুর লিজ নিয়ে দির্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মৎস্য চাষি পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মোঃ নাদিম আলী।
সে জুগ্নিদহসহ অন্যান্য এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। পুকুরের নিরাপত্তার জন্য পুকুর ঘিরে জাল এবং রশি দিয়ে চার দিক ঘিরে দিয়েছেন। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা রশি ও জাল কেটে মাছ নিধনের চেষ্টা করে। পুকুরে পানির শব্দ হলে এসময় পাহাদার টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে রশি এবং জাল কাটা রয়েছে। এঘটনায় নাদিম আলী আজ বুধবার শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
মোঃ শফিকুল ইসলাম ফারুক ,শাহজাদপুরঃ শাহজাদপুরে পুকুরে জাল কেটে মাছ নিধনের চেষ্টার ঘটনায় জিডি করেছেন মৎস্য চাষী নাদিম আলী। উপজেলার জুগ্নীদহ গ্রামের জামাত আলীর পুকুর লিজ নিয়ে দির্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মৎস্য চাষি পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মোঃ নাদিম আলী।
সে জুগ্নিদহসহ অন্যান্য এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। পুকুরের নিরাপত্তার জন্য পুকুর ঘিরে জাল এবং রশি দিয়ে চার দিক ঘিরে দিয়েছেন। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা রশি ও জাল কেটে মাছ নিধনের চেষ্টা করে। পুকুরে পানির শব্দ হলে এসময় পাহাদার টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে রশি এবং জাল কাটা রয়েছে। এঘটনায় নাদিম আলী আজ বুধবার শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়রী করেছেন।