শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরের শরিষাকোল মশিপুর নামক স্থানে বগুড়া - নগরবাড়ী মহাসড়কের উপর কাভারভ্যানের ( ঢাকা মেট্টো-উ-১৪-০৭৫৭ ) চাকায় পিষ্ট হয়ে দুই জায়ের একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতর নাম আসমা খাতুন (৩৫)। সে ঘটনাস্থলেই নিহত হয়। জবেদা খাতুন (৩০) আহত হয়। তাকে আশংকা অবস্থায় বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসমা খাতুন ও জবেদা খাতুন নামের এ দুই জা বাড়ীর পাশের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ধারে গরুর গোবর দিয়ে ঘসি ভাংছিলেন । এ সময় বগুড়া থেকে শাহজাদপুর গামী ঔষধবাহী এ কাভারভ্যানটি এ দুজনকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর কাভারভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।