কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুর উপজেলায় অস্ত্র ও মাদকসহ শুভগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রিপনকে শুক্রবার উক্ত ইউনিয়নের নিয়োগীবাড়ী এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল তালুকদারের ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নিয়োগীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন চেয়ারম্যানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের বেনয়েট, ১৫ রাউন্ড গুলি, সাতটি রামদা, ১১ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক রিপনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ব্যাপারে রিপনের নামে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।