শ্যামলী পরিবহন ও দেশ ট্রাভেলস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল
মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি খালকুলা নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের অপর একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটির ডান পাশের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। দেশ ট্রাভেলসের বাসটি পাশের একটি গাছের সঙ্গে আটকে যায়।