সংবাদদাতাঃ আজ শনিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী পাখির অভয়াশ্রম পরিদর্শন করেন রাজশাহী বন বিভাগের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকতা মোজ্জামেল হক শাহ চৌধুরী। এ প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন বিভাগীয় বন্য ও জীব বৈচিত্র সংরক্ষন কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বন কর্মকর্তা, আশরাফুল ইসলাম। তারা আগনুকালী গ্রাম ঘুরে পাখির বসবাসের জন্য গাছে গাছে স্থাপিত মাটির কলস ও পাখির অন্যান্য বাসা পরিদর্শন করেন। মোজ্জামেল হক শাহ চৌধুরী পরিদর্শন শেষে উপস্থিত এলাবাসীর সাথে মতবিনিময়কালে বলেন, পাখিরাই হল আমাদের প্রকৃত বন্ধু। দি বার্ড সেফটি হাউজ বন্য পাখি সংরক্ষণ, প্রজনন ও নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণ ও এ সংক্রান্ত সচেতনতাবৃদ্ধি মূলক কার্যকম পরিচালনা করে প্রশংসনীয় হয়ে উঠেছেন। তিনি আরো বলেন মামুন বিশ্বাসের নেতৃত্বে সেবামূলক এই কার্যক্রমে এ এলাকায় পাখির একটি নিরাপদ অভয়াশ্রম গড়ে উঠেছে। এ সময় তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে দি বার্ড সেফটি হাউজকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান। দি বার্ড সেফটি হাউজের উদ্যোক্তা মামুন বিশ্বাস বলেন, আমরা শুধুমাত্র পাখি শিকার থেকে শিকারীদের বিরত রাখতে পারলেও অসংখ্যা বন্যপাখি রক্ষা পাবে। এতে পরিবেশ ও প্রকৃতির ভারসম্যও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। এ সময় উপস্থিত ছিলেন, মাহবুবুল হোসেন মাস্টার, শাহিন, সুজন, ইমন, লিমন, নবী প্রমূখ।