শাহজাদপুরে ফেন্সিডিলসহ ২ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিনিধিঃ শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিলসহ স্থানীয় ২ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, শনিবার গভীররাতে উপজেলার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সায়েম প্রামানিক (৫২) ওই গ্রামের মৃতঃ রমজান প্রামানিকের ছেলে এবং কায়েমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য। অপরদিকে, একই ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য আ. সিদ্দিক বিশ্বাস (৪০) বিবাঙ্গারু গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে।

ক্যাম্প কমান্ডার আরো জানান, অভিযানকালে ইউপি সদস্য সিদ্দিককে ২১ এবং সায়েমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সূত্রঃ www.facebook.com/Sirajganj24

প্রতিনিধিঃ শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিলসহ স্থানীয় ২ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২ সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, শনিবার গভীররাতে উপজেলার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সায়েম প্রামানিক (৫২) ওই গ্রামের মৃতঃ রমজান প্রামানিকের ছেলে এবং কায়েমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য। অপরদিকে, একই ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য আ. সিদ্দিক বিশ্বাস (৪০) বিবাঙ্গারু গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে। ক্যাম্প কমান্ডার আরো জানান, অভিযানকালে ইউপি সদস্য সিদ্দিককে ২১ এবং সায়েমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
  সূত্রঃ www.facebook.com/Sirajganj24