বন্যায় শাহ্জাদপুরে গো খাদ্যের সংকট

বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা শাহ্জাদপুরে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গো চারনভূমি তলিয়ে থাকায় কাঁচা ঘাস সংগ্রহ করতে পারছেন না খামারিরা।

দেশের বৃহৎ সমবায়ভিত্তিক রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাকে ঘিরে শাহ্জাদপুরে রয়েছে শত শত দুগ্ধ খামার। এসব খামারে প্রতিদিন প্রায় দু লাখ লিটার দুধ উৎপাদিত হয়।


চলতি বছর তিন ধাপে বন্যার পানি বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরে সবুজ ঘাস তলিয়ে আছে পানির নীচে। এতে চরম সংকট দেখা দিয়েছে গো খাদ্যের। খামারিরা বলছেন শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোর কারণে কমে গেছে দুধ উৎপাদন।

দীর্ঘদিন খামারে পানি আটকে থাকায় পশুর শরীরে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় পশুগুলোকে সঠিক সময়ে চিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না। বর্ষাকালে এ ধরনের পরিস্থিতিতে গো খাদ্যের জন্য সরকারি বরাদ্দের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্রাণি সম্পদ বিভাগ।

শাহ্জাদপুর উপজেলায় অন্তত ৫০ হাজার গবাদি পশু তিনমাস ধরে বন্যায় আটকে আছে খামারে।


 

সূত্রঃ www.face

বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা শাহ্জাদপুরে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গো চারনভূমি তলিয়ে থাকায় কাঁচা ঘাস সংগ্রহ করতে পারছেন না খামারিরা। দেশের বৃহৎ সমবায়ভিত্তিক রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাকে ঘিরে শাহ্জাদপুরে রয়েছে শত শত দুগ্ধ খামার। এসব খামারে প্রতিদিন প্রায় দু লাখ লিটার দুধ উৎপাদিত হয়।

চলতি বছর তিন ধাপে বন্যার পানি বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরে সবুজ ঘাস তলিয়ে আছে পানির নীচে। এতে চরম সংকট দেখা দিয়েছে গো খাদ্যের। খামারিরা বলছেন শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোর কারণে কমে গেছে দুধ উৎপাদন। দীর্ঘদিন খামারে পানি আটকে থাকায় পশুর শরীরে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় পশুগুলোকে সঠিক সময়ে চিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না। বর্ষাকালে এ ধরনের পরিস্থিতিতে গো খাদ্যের জন্য সরকারি বরাদ্দের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্রাণি সম্পদ বিভাগ। শাহ্জাদপুর উপজেলায় অন্তত ৫০ হাজার গবাদি পশু তিনমাস ধরে বন্যায় আটকে আছে খামারে।
  সূত্রঃ www.facebook.com/Sirajganj24