বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে পানিতে ডুবে স্বরণ ফকির (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার তামাই কলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত স্বরণ ওই গ্রামের আব্দুল ছাত্তার ফকিরের ছেলে ও তামাই সানফ্লাওয়ার একাডেমীর নার্সারীর ছাত্র।
তামাই প্রতিজ্ঞা সমবায় সমিতির পরিচালক আব্দুল আলিম মোল্লা জানান, স্বরণ বন্ধুদের সাথে গোসল করতে বাড়ির পাশে পুকুরে নামে এবং নিখোজ হয়। অনেক খোজাখুজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।