বেলকুচি সংবাদদাতা :: সোমবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তর চন্দনগাতী গ্রাম থেকে ৩২পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বেলকুচি থানা সূত্রে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী সুবর্ণসাড়া গ্রামের আকবর আলী শেখের পুত্র হাসেম শেখ (৩০)। বেলকুচি থানার এসআই আমিনুল ইসলাম ও এসআই জামিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় উত্তর চন্দনগাঁতী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসেম শেখ (৩০) এর নামে মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।