উল্লাপাড়া সংবাদদাতা :: উল্লাপাড়া উপজেলায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় জনগন এক মহাদেব দাস নামে এক শিক্ষককে অবরুদ্ধ করে রাখার সাড়ে ছয় ঘণ্টার পর পুলিশ তাকে শিক্ষক উদ্ধার করে। মঙ্গলবার রাত ১০.৩০টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের গজাইল গ্রামের প্রতাপ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ওই বিএসসি শিক্ষককে উদ্ধারের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অবিবাহিত মহাদেব দাস ওই বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক এবং রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি এলাকার সম্ভু দাসের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক জেলহাজ উদ্দিন জানান, একই বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী স্কুলের শিক্ষক মহাদেব দাসের কাছে বিকাল ৪টার দিকে প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষক তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন বিক্ষুব্ধ হয়ে উক্ত শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের অফিস রুমে অবরুদ্ধ করে রাখে প্রায় সাড়ে ছয় ঘন্টা স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত ১০.৩০টার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা স্থানীয় আলী আকবর বলেন, সন্ধ্যার পর স্থানীয় শত শত জনগণ একত্রিত হয়ে শিক্ষককে মারপিট ও স্কুল ভাঙচুরে চেষ্টা করলে পুলিশকে সংবাদ দেয়া হয়।