বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এস.আইসহ কনষ্টেবল আহত

সিরাজগঞ্জ সংবাদদাতা :: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের দায়িত্ব পালনকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এস.আই ও কনস্টেবল গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো-বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সেকেন্ড অফিসার এস.আই আজগর হোসেন এবং কনস্টেবল আইয়ুব আলী।


এদের মধ্যে কনস্টেবল আইয়ুব আলীকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ভোররাতে মহাসড়কের মোটরসাইকেল নিয়ে মহাসড়কের দায়িত্বপালন করাবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে এস.আই আজগর মাথায় গুরুত্বর আঘাত পায় কনস্টেবল আইয়ুব আলীর পা ভেঙ্গে যায়। গুরুত্বর অবস্থায় দুইজনকে হাসপাতালে নেয়ার পর কনস্টেবল আইয়ুবকে ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে, রাত জেগে ডিউটি করায় শরীর ক্লান্ত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।