বেলকুচিতে ধর্ষণ, আত্মহত্যা বেড়েই চলেছে

বেলকুচি প্রতিনিধি :: শিশু, কিশোর, যুবক, বয়োবৃদ্ধ, কিশোরী, যুবতী, বয়োবৃদ্ধা-জীবনের তিনটি ধাপ। এক এক ধাপকে পেরিয়েই জীবনকে ভালো ও সুন্দর করে গড়ে মানুষ। শিক্ষা জীবনে যেমন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশুনা শেষ করে চাকুরী, সংসার পরিচালনা, বিবাহ করে ছেলে মেয়েকে মানুষ করে একজন পিতা-মাতা। প্রবাদ এখানেই আসে শত বিঘা সম্পত্তির চাইতে একজন সততাবান সন্তান গড়েই তোলাই হচ্ছে পিতা মাতার আসল কাজ। আর সেই কাজটি করতে গিয়েই পিতা-মাতার হয়েছে শতজ্বালা। জ্বালা কি আর সেই জ্বালা ! সব চাইতে বেশি চিন্তিত থাকে বর্তমান জগতে একজন মেয়েকে নিয়ে তার মা। মেয়েরা মায়ের জাত, সে কথাটি মুখে মুখে সবাই বলে। কিন্তু কাজে এবং কর্মে মানুষ মিল রাখে না। মেয়েকে আজ বিদ্যাপীঠে, টিউশনে দিয়েই ঘুম থাকে না পরিবার, পিতা-মাতার। সমাজে স্বল্প শিক্ষিত, অশিক্ষিত, বখাটে ছেলেদের পাল্লা দিন দিন বেড়েই চলেছে। বখাটের যন্ত্রনায় মেয়ের মা মেয়ে যতক্ষন পর্যন্ত বিদ্যাপীঠ বা টিউশন থেকে বাড়িতে ফিরে না আসবে ততক্ষন পর্যন্ত মায়ের খাওয়া ঘুম সব কিছুই শেষ হয়ে যায়। অপর দিকে বলতে হয়, ধর্ষন শাব্দিক অ