বেলকুচি প্রতিনিধি: বেলকুচি উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অস্থায়ী প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় প্রেস ক্লাবের সহ সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ গাজী সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি, আব্দুল কুদ্দুস। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক ও করতোয়া প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ গাজী সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কম এর জেলা প্রতিনিধি রেজাউল করিম নির্বাচিত হয়েছে।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত বাংলাদেশ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস ছামাদ খান, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কম এর জেলা প্রতিনিধি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি এ্যাডঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন, দপ্তর সম্পাদক পদে দৈনিক একুশে সংবাদ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি ভি কে জয়, সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সোহেল, দৈনিক যায় যায় দিন ও আজকের সিরাজগঞ্জ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক যমুনা প্রবাহ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি চন্দন কুমার আচার্য, আজকাল খবর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সুরাইয়া পারভীন নির্বাচিত হয়েছে।