শাহজাদপুরে ২৬ লিটার চেলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী অভিযান চালিযে ২৬ লিটার মদ সহ হারুনর রশিদ (৩৫) নামের এক মদ ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১২।
গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ র‌্যাব ১২ ডিএডি মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে এ,এস আই, আনোয়ার হোসেন,পিসি মাসুদ মিয়া, ও র‌্যাব শাহজাহান সংগীয় ফোর্স উপজেলার বাঘাবাড়ী ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ লিটার মদসহ সাকতোলা গ্রামের আঃ গণি খানের পুত্র হারুনর রশিদকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতকে গতকাল বুধবার শাহজাদপুর থানার ডিউটি অফিসার এসআই জুলহাস আলী মৃধার মাধ্যমে থানায় প্রেরন করে।