বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘরের ৬টি রুম ও আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। । বৃহস্পতিবার মধ্যরাতে পৌর এলাকার সূবর্নসাড়া পেট্রোলপাম সংলগ্ন ম্যালেয়েশিয়া প্রবাসী হাসান সরকারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেড কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় একঘন্টা প্রচেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় ও এলাকা সূত্রে, হাসান সরকার দীর্ঘ বিশ বছর যাবত ম্যালেয়েশিয়ার প্রবাসী। বাড়িতে তার স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে থাকত। বৃহস্পতিবার মধ্য রাতে ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন লাগে নিমেশে আগুন সাড়া বাড়িতে ছড়িয়ে পড়ে। সে সময় বাড়িতে কোন লোকজন ছিল না। প্রতিবেশিরা আগুনে শিখা দেখে চিৎকার শুরু করলে এলাকার লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করে। পরে সিরাজগঞ্জ থেকে ফায়ার ব্রিগেড কর্র্মীরা এসে আগুন নিভেয়ে ফেলে। ততক্ষনে হাসান সরকারের দীর্ঘ বিশ বছরের পরিশ্রমের ফসল নগদ টাকা, আসবাবপত্র, স্বর্নঅলংকারসহ সম্পূর্ণ বাড়িঘর আগুনে পূরে ভস্মিভূত হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, বসত ঘরের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির সম্পূর্ন ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক হাসান সরকারের স্ত্রীর দাবী এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণ অলংকার ও আসবাবপত্র সহ তাদের কমপক্ষে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।