শাহজাদপুরে কৃষকলীগ নেতার মুক্তির দাবীতে উপজেলা কৃষকলীগের প্রতিবাদ সভা

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা কৃষক নেতা সোহেল আকন্দর মুক্তির দাবীতে প্রতিবাদসভা করেছে উপজেলা কৃষকলীগ।
আজ শনিবার সকালে দলীয় কার্যালযে উপজেলা কৃষকলীগ এর সহ-সভাপতি আমিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গ্রেফতারকৃত সোহেল আকন্দ একজন দলিল লেখক । তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যায়ভাবে হত্যা মামলাসহ ৫টি মামলায় অন্তর্ভৃক্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও তাকে মুক্তির দাবী জানাই। গত ৫ অক্টোবর কৃষকলীগ উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক সোহেল আকন্দকে গ্রেফতার করে পুলিশ।



পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক শাহুর বিরুদ্ধে চাঁদাবাজী মামলা- কৃষকলীগ নেতা সোহেল গ্রেফতার


শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজী ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী মহরার আব্দুল মালেক বাদী হয়ে গত ২

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা কৃষক নেতা সোহেল আকন্দর মুক্তির দাবীতে প্রতিবাদসভা করেছে উপজেলা কৃষকলীগ। আজ শনিবার সকালে দলীয় কার্যালযে উপজেলা কৃষকলীগ এর সহ-সভাপতি আমিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গ্রেফতারকৃত সোহেল আকন্দ একজন দলিল লেখক । তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যায়ভাবে হত্যা মামলাসহ ৫টি মামলায় অন্তর্ভৃক্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও তাকে মুক্তির দাবী জানাই। গত ৫ অক্টোবর কৃষকলীগ উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক সোহেল আকন্দকে গ্রেফতার করে পুলিশ।

পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক শাহুর বিরুদ্ধে চাঁদাবাজী মামলা- কৃষকলীগ নেতা সোহেল গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজী ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী মহরার আব্দুল মালেক বাদী হয়ে গত ২ অক্টোবর শুক্রবার এ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার দুপুরে এ মামলার অপর অন্যতম আসামী শাহজাদপুর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আকন্দকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধাবার দুপুরে অফিস চলাকালে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র নেতৃত্বে ৩/৪ জনের একটি দল শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঢুকে স্থায়ী মহরার আব্দুল মালেকের কাছে দলিল প্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করে আব্দুল মালেক এ চাঁদা দিতে অস্বীকার করলে তারা আব্দুল মালেককে তারা আব্দুল মালেককে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় আব্দুল মালেক উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশে শাহজাদপুর থানায় শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুকে প্রধান আসামী করে অজ্ঞাত ৩/৪ জনের নামে এ চাঁদাবাজী মামলা দায়ের করে। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে আমিরুল ইসলাম শাহু’র অন্যতম সহযোগী সোহেল আকন্দকে গ্রেফতার করে। এদিকে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমিরুল ইসলাম শাহুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু মোবাইল ফোনে জানান, একটি মহলের ইন্দোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মিথ্যা মামলা দায়ের করা করে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করছে।