ডেস্ক নিউজঃ চৌহালী উপজেলার চরাঞ্চলের মাদক সম্রাট সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম ওরফে শরীফ চেয়ারম্যানকে পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা রাতে চরছলিমাবাদ গ্রাম থেকে আটক করেছে। তিনি ওই উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ গ্রামের জোচন ফকিরের ছেলে।
ওসি মাহবুবুল আলম জানান, যমুনা নদী বেষ্টিত চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলে শরিফ চেয়ারম্যান ও তার স্ত্রী শারমিন আক্তার মাদক ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। শারমিন ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও শরীফ একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তারা এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাজাসহ অন্যান্য মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে বিপুল অর্থের মালিক বনে গেছেন। তাদের বিরুদ্ধে এলাকাবাসি সংশ্লিষ্ট থানায় একাধিক অভিযোগ করেছেন। নদী ভাঙ্গনে এ অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এই অবৈধ ব্যবর্সা চালিয়ে আসছিলেন।
এদিকে শরীফ চেয়ারম্যান ঢাকা সুত্রাপুর থানার মাদক মামলায় বিশেষ ট্রাইব্যুনালে সাত বছর সাজা প্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
সূত্রঃ www.facebook.com/Sirajganj24