শাহজাদপুরে ৩ হাজার ২‘শ পিস ইয়াবা ও দুই সহযোগীসহ মাদক সম্রাট টিপু সুলতান গ্রেফতার

ডেস্ক নিউজঃ  আজ বৃহষ্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার পৌরসদরের চড়ুয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুুলিশ ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও দুই সহযোগী সহ মাদক সম্রাট টিপু সুলতান (৪৩) কে গ্রেফতার করেছে। তার দুই সহযোগী হলো সহোদর ভাই নাজমুল হোসেন (৪৮) ও নাছিম উদ্দিন (৪৬)। এ ঘটনায় এস আই হাবিব বাদী হয়ে শাহদাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত গোলাম আম্বিয়া নিমাইয়ের ছেলে কুখ্যাত মাদক সম্রাট টিপু সুলতান প্রকাশ্যে সদর্পে শাহজাদপুর, উল্লাপাড়া, এনায়েতপুর, বেলকুচি, চৌহালী, পাবনা, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারী সরবরাহ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার-ইন-চার্জ রেজাউল হক ও ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্তে এস আই হাবিব, এস আই মেহেদী হাসান, এস আই বানী ইসরাইল ও এএসপি (শিক্ষানবীশ) কল্লোল দত্ত সহ একদল পুলিশ চড়ুয়াপাড়া টিপু সুলতানের বাড়ি ঘিরে ফেলে দুই সহোদর সহযোগীসহ তাকে গ্রেফতার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপুর স্বীকারোক্তির ভিত্তিতে নির্মাণাধীন একটি ভবনের ম