সংখ্যালঘু প্রভাষককে সন্ত্রাসীদের পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ আজ রোববার দুপুরে শাহজাদপুরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক অরুন কুমার পাল (৫০) কে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় আশ পাশের লোকজন ছুটে এলে তাকে মুমুর্ষ অবস্থায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জান যায়, এদিন দুপুরে প্রভাষক অরুন কুমার পাল তাদের মিষ্টির দোকান থেকে বাড়ী যাওয়ার পথে ৮/১০ জনের সশস্ত্র সন্ত্রাসী দল পথরোধ করে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে । এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা মুমুর্ষ অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী সংজ্ঞাহীন অবস্থায় প্রভাষক অরুন কুমার পাল কে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত প্রভাষক অরুন পালের চাচাতো ভাই অজিৎ পাল জান