শাহজাদপুরে ধর্ষন চেষ্টা মামলায় যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা মামলায় এক যুবককে ১৯ বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।


সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অরুপ কুমার গোস্বামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আবু তালেব মন্ডল শাহজাদপুর উপজেলার জয়রামপুর গ্রামের সকিমুদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১৮ জুলাই দুপুরে শাহজাদপুর উপজেলার জয়রামপুর হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী লিমা খাতুন স্কুল থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলো। এসময় বখাটে আবু তালেব মন্ডল তাকে ধারালো অস্ত্রের মুখে জোর পূর্বক তুলে নিয়ে তার বাড়িতে যায়। পরে তাকে ঘরের মধ্যে আটকে রেখে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে বাড়ির পাশ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এঘটনায় স্কুল ছাত্রীর পিতা মোজাম্মেল হক বাদী হয়ে আবু তালেব মন্ডলকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক নারী ও শিশু নির্

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা মামলায় এক যুবককে ১৯ বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অরুপ কুমার গোস্বামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আবু তালেব মন্ডল শাহজাদপুর উপজেলার জয়রামপুর গ্রামের সকিমুদ্দিনের ছেলে। মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১৮ জুলাই দুপুরে শাহজাদপুর উপজেলার জয়রামপুর হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী লিমা খাতুন স্কুল থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলো। এসময় বখাটে আবু তালেব মন্ডল তাকে ধারালো অস্ত্রের মুখে জোর পূর্বক তুলে নিয়ে তার বাড়িতে যায়। পরে তাকে ঘরের মধ্যে আটকে রেখে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে বাড়ির পাশ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এঘটনায় স্কুল ছাত্রীর পিতা মোজাম্মেল হক বাদী হয়ে আবু তালেব মন্ডলকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ৯ এর ৪ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে মঙ্গলবার এরায় প্রদান করেন।