উল্লাপাড়ায় চার শিবির-বিএনপিকর্মী গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুই শিবির ও দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে। শিবিরকর্মীরা হলেন- উপজেলার ঝিকিড়া গ্রামের সুরুত আলীর ছেলে এরশাদ আলী ও রাঘববাড়িয়া গ্রামের আতাহার আলীর ছেলে আবু তালেব এবং বিএনপিকর্মীরা হলেন- নলসোন্দা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে ফরহাদ এবং চরকালিগঞ্জ গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুই শিবির ও দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে। শিবিরকর্মীরা হলেন- উপজেলার ঝিকিড়া গ্রামের সুরুত আলীর ছেলে এরশাদ আলী ও রাঘববাড়িয়া গ্রামের আতাহার আলীর ছেলে আবু তালেব এবং বিএনপিকর্মীরা হলেন- নলসোন্দা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে ফরহাদ এবং চরকালিগঞ্জ গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।