সাংবাদিক মামুন বিশ্বাসের নবজাতক ছেলের মস্তিস্কে রক্তক্ষরনের কারণে মৃত্য

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার দৈনিক ভোরের পাতার প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পাখির অভ্যয়শ্রম দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সাংবাদিক মামুন বিশ্বাসের পুত্র মঙ্গলবার রাত ১০ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার ভোরে জন্ম গ্রহণ করে। মস্তিষ্ক জনিত সমস্যায় থাকায় সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার উন্নতি না হওয়া সোমবার রাত ১০ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয় । দীর্ঘ ৩৮ ঘন্টা চেষ্টার পর মঙ্গলবার রাত ১০ টায় তাহার মৃত্যু হয় ।
সাংবাদিক মামুন বিশ্বাসের পুত্রের অকাল মৃত্যুতে শাহজাদপুর সংবাদ ডটকম, শাহজাদপুর সাংবাদিক ফোরাম সহ সকল সাংবাদিক বৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। মামুন তার পুত্রের বিদেহী আত্মার জন্য সকলের দোয়া চেয়েছেন। বুধবার ভোর ৪ টায় জানাযা শেষে তাকে ধুকুরিয়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়।