শাহজাদপুরে দীপাবলি উৎসবে শ্যামাসঙ্গীত পরিবেশন

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের সাহাপাড়া গৌর সেবা সংঘের নাট মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে রামপ্রসাদী ও শ্যামাসঙ্গীতের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে রামপ্রসাদী ও শ্যামাসঙ্গীত পরিবেশন করেন শাহজাদপুরের খ্যাতনামা শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রীনা, ওস্তাদ বায়েজীদ হোসেন, মেজবাহ রানা, মন্টু সাহা, রতন কুন্ডু, আনন্দ শীল, আব্দুল খালেক, আইয়ুব আলী, অন্তরা কুন্ডু, সুদীপ্তা দাস, পিউ দত্ত, আকাশ শীল, চাঁন শীল, রিয়া নন্দী সুকান্ত সাহা ভবেস দাস, নারায়ন কর্মকার, দীপেস পাল, গুপিনাথ সাহা, শিখা রায় প্রমুখ। অমল কৃষ্ণ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সঙ্গীতানুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সন্তোষ কুমার সাহা। সাহাপাড়া জয়মাতা শীতলী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক দর্শক ও ভক্তর উপস্থিতিতে অনুষ্ঠান উৎসব মুখর হয়ে ওঠে।

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের সাহাপাড়া গৌর সেবা সংঘের নাট মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে রামপ্রসাদী ও শ্যামাসঙ্গীতের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে রামপ্রসাদী ও শ্যামাসঙ্গীত পরিবেশন করেন শাহজাদপুরের খ্যাতনামা শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রীনা, ওস্তাদ বায়েজীদ হোসেন, মেজবাহ রানা, মন্টু সাহা, রতন কুন্ডু, আনন্দ শীল, আব্দুল খালেক, আইয়ুব আলী, অন্তরা কুন্ডু, সুদীপ্তা দাস, পিউ দত্ত, আকাশ শীল, চাঁন শীল, রিয়া নন্দী সুকান্ত সাহা ভবেস দাস, নারায়ন কর্মকার, দীপেস পাল, গুপিনাথ সাহা, শিখা রায় প্রমুখ। অমল কৃষ্ণ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সঙ্গীতানুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সন্তোষ কুমার সাহা। সাহাপাড়া জয়মাতা শীতলী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক দর্শক ও ভক্তর উপস্থিতিতে অনুষ্ঠান উৎসব মুখর হয়ে ওঠে।