সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ১৮ ডিসিমাল জায়গার খারিজ বাতিল
NewsDesk
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সোনালী রায় চৌধুরীর নামে খারিজ হওয়া সিরাজগঞ্জ বাজার ষ্টেশন কালী মাতা মন্দিরের সাড়ে আট শতক জায়গাসহ মোট ১৮ ডিসিমাল জায়গার খারিজ বাতিল করেছেন সিরাজগঞ্জ সদর ভূমি অফিসের সহকারী কমিশনার (ভুমি) ইফফাত জাহান। এতে জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সিরাজগঞ্জ বাজার ষ্টেশন কালী মাতা মন্দির সহ ১৮ ডিসিমাল জায়গা সরকারী সম্পত্তি। এর মধ্য থেকে সাড়ে ৮ ডিসিমাল সম্পত্তি সরকার (হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট) ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে তালিকা ভুক্ত (যাহার নং সিরাজ/৮৯, তারিখ ১৫/০৩/২০১১) করেন।
২০১২ সালে উক্ত সম্পত্তি সরকার অর্পিত সম্পত্তি হিসেবে গেজেট প্রকাশ করে। একই বছরে শহরের এসএস রোডের দ্বীনবন্ধু হোমিও হলের হোমিও চিকিৎসক ও হোমিও ব্যবসায়ী অসীম মন্ডল এই সম্পত্তি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানী বাজারের শ্রী অমরেশ রায় চৌধুরীর কন্যা শ্রী মতি সোনালী রায় চৌধুরীর দাবী করে আমজনতার পক্ষে অসীম মন্ডল আদালতে মামলা দায়ের করেন।
মামলার রায় চলে যায় সোনালী রায় চৌধুরীর নামে। তবে রায়ে যে দাগ খতিয়ানের কথা উল্লেখ করা হয়েছে তার সাথে মন্দিরসহ ১৮ ডিসিম