উল্লাপাড়া প্রতিনিধি: প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার শাহাজাহানপুর গ্রামের খেলার মাঠে ইসলামী জালসার আয়োজন করায় পুলিশ তা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রাতে এই জালসা হচ্ছিল। শাহাজাহানপুর গ্রামবাসী এই জালসার আয়োজন করেন। পুলিশ ঘটনাস্থল হতে আয়োজকদের মধ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জিল্লার রহমান ও মোঃ রুমিকে আটক করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উক্ত গ্রামবাসীরা ধর্মীয় এই জালসার উপজেলা প্রশাসনের পূর্বানুমতি নেননি। এ জন্য প্রশাসনের নির্দেশে এই জালসা বন্ধ করে দুইজন আয়োজককে আটক করা হয়।
শুক্রবার আটককৃতদের মধ্যে রুমিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং জিল্লার রহমানের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।