সিরাজগঞ্জ বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪জন বাসযাত্রী। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোরের দিকে মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন শেখ পাবনা জেলার বেড়া উপজেলার শাহাদত হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোর রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে গাইবান্ধাগামী আল-হামরা পরিবহনের যাত্রীবাহী বাস ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সাজোরে ধাক্কা দিলে বাসের বাম দিকে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহত হয় বাসের অন্তত ১৪জন যাত্রী। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।