রাখে আল্লাহ মারে কে?

রাখে আল্লাহ মারে কে? প্রাইভেটকার দুমড়ে মচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন চালকসহ দু’ যাত্রী। এমন ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে সলঙ্গা থানার আলোকদিয়া নামক স্থানে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি আশরাফ জানান, উক্ত থানার হাটিকুমরুল গ্রামের এক ব্যাক্তির স্বাভাবিক মৃত্যু হয় সোমবার রাতে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে তার জানাজা নামায অনুষ্ঠানে আনোয়ার হোসেন অংশ গ্রহন শেষে প্রাইভেট কার যোগে ঢাকায় যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রন হরিয়ে ফেললে কারটি একটি গাছের সজোড়ে থাক্কা লাগে এবং এতে কারটি দুমড়ে মুচড়ে গেলেও চালকসহ ওই দুই যাত্রী প্রাণে রক্ষা পান। এমন ঘটনাটি নিয়ে অনেকে বলছেন, রাখে আল্লাহ মারে কে?