শাহজাদপুরে অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মীভূত: ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শাহজাদপুর প্রতিনিধি: গতকাল শনিবার রাত আড়াইটার দিকে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর এলাকার বিসিক সড়ক সংলগ্ন বাবলু ইসলামের স্টিল ফার্নিচারের দোকান, আলহাজ্ব আলী ও মোসলেম উদ্দিনের অটোরিক্সার পার্টসের দোকান ও চার্জ গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে ১০ টি অটোরিক্সা,স্টিল ফার্র্নিচার,অটোরিক্সার পার্টস,ব্যাটারী সহ ৩ টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্র্ভিস ও পুলিশের ধারনা অটোরিক্সার ব্যাটারী ও চার্জার বিস্ফোরন ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ড ঘটেছে। অগ্নিকান্ড ঘটার সাথে সাথে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ক্ষতিগ্রস্থদের আহাজারিতে সেখানে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।

শাহজাদপুর প্রতিনিধি: গতকাল শনিবার রাত আড়াইটার দিকে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর এলাকার বিসিক সড়ক সংলগ্ন বাবলু ইসলামের স্টিল ফার্নিচারের দোকান, আলহাজ্ব আলী ও মোসলেম উদ্দিনের অটোরিক্সার পার্টসের দোকান ও চার্জ গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে ১০ টি অটোরিক্সা,স্টিল ফার্র্নিচার,অটোরিক্সার পার্টস,ব্যাটারী সহ ৩ টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্র্ভিস ও পুলিশের ধারনা অটোরিক্সার ব্যাটারী ও চার্জার বিস্ফোরন ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ড ঘটেছে। অগ্নিকান্ড ঘটার সাথে সাথে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ক্ষতিগ্রস্থদের আহাজারিতে সেখানে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।