উল্লাপাড়ায় দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা!

অনলাইন ডেস্ক: বিয়ের ৫ মাসের মাথায় দ্বিতীয় স্ত্রী সিমা খাতুন (১৮) কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সে সোনাতলা গ্রামের সুমনের স্ত্রী ও একই উপজেলার জোলাহাটি গ্রামের রজব আলীর মেয়ে।

শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে উল্লাপাড়া থানা পুলিশ। এদিকে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনতলা জোলাহাটি গ্রামের রজব আলী মেয়ে সিমা খাতুন (১৮) সাথে গত ৫ মাস আগে প্রেমের সর্ম্পকে পাশ্ববর্তী সোনতলা গ্রামের বকুল হোসেনের ছেলে অটো রিক্সা চালক সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে নির্যাতনের এক পর্যায়ে সিমাকে হত্যার পর সোনতলা গ্রামের পুকুর পাড়ে ফেলে দিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাত