পৌর নির্বাচনকে কেন্দ্র করে শাহজাদপুরে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর ব্যাপক শো-ডাউন

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর পৌরসভা নির্বাচনে হালিমুল হক মিরু আওয়ামীলীগ দলীয় ও নজরুল ইসলাম বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা গতকাল বুধবার ব্যাপক শো-ডাউন ও মিষ্টি বিতরণ করেছেন। শো-ডাউনের মধ্যে ছিল মটরসাইকেল সভাযাত্রা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সকালে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হালিমুল হক মিরু ঢাকা থেকে এলাকায় ফিরলে তাকে নেতা-কর্মীরা গাড়াদহ বাসস্ট্যান্ডে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর বিশাল মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে মিষ্টি বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম, মিল্কভিটার পরিচালক এড. আব্দুল হামিদ লাভলুসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। বিকেলে বিএনপি দলীয় প্রার্থী নজরুল ইসলামের পক্ষে শহরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল হাতে ধানের শীষ প্রতীক নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। এ দুই প্রার্থীর সমর্থকদের পদচারণায় পৌর শহরের সর্বত্র নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর পৌরসভা নির্বাচনে হালিমুল হক মিরু আওয়ামীলীগ দলীয় ও নজরুল ইসলাম বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা গতকাল বুধবার ব্যাপক শো-ডাউন ও মিষ্টি বিতরণ করেছেন। শো-ডাউনের মধ্যে ছিল মটরসাইকেল সভাযাত্রা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সকালে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হালিমুল হক মিরু ঢাকা থেকে এলাকায় ফিরলে তাকে নেতা-কর্মীরা গাড়াদহ বাসস্ট্যান্ডে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর বিশাল মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে মিষ্টি বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম, মিল্কভিটার পরিচালক এড. আব্দুল হামিদ লাভলুসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। বিকেলে বিএনপি দলীয় প্রার্থী নজরুল ইসলামের পক্ষে শহরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল হাতে ধানের শীষ প্রতীক নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। এ দুই প্রার্থীর সমর্থকদের পদচারণায় পৌর শহরের সর্বত্র নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।