শাহজাদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হালিমুল হক মিরু (আওয়ামীলীগ), নজরুল ইসলাম (বিএনপি), রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুর রহিম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন (স্বতন্ত্র), নূরুল হক (ইসলামী আন্দোলন)। শাহজাদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র বাছাই হবে ৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর দেওয়া হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের সমর্থক ও প্রস্তাবকদের সাথে নিয়ে মনোনয়পত্র জমা দেন। জমাদনের পর তারা আনন্দ উল্লাস সহকারে এলাকায় ফিরে গিয়ে সমর্থক ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
শাহজাদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হালিমুল হক মিরু (আওয়ামীলীগ), নজরুল ইসলাম (বিএনপি), রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুর রহিম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন (স্বতন্ত্র), নূরুল হক (ইসলামী আন্দোলন)। শাহজাদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র বাছাই হবে ৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর দেওয়া হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের সমর্থক ও প্রস্তাবকদের সাথে নিয়ে মনোনয়পত্র জমা দেন। জমাদনের পর তারা আনন্দ উল্লাস সহকারে এলাকায় ফিরে গিয়ে সমর্থক ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।