নির্বাচনী বিধি লংঘন করায়- বেলকুচি কাউন্সিলর প্রার্থীর জরিমানা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধি:  বেলকুচি পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়নাল হক পৌর নির্বাচনী বিধি লংঘন করার অভিযোগে সোমবার দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা ২০১৫ এর ০৪ ধারা লংঘনের অপরাধে (অবৈধ ভাবে টাকা বিতরন) করায় বিধান না থাকলেও ৫নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী আয়নাল হক টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় মসজিদে টাকা দেওয়ার অপরাধ করায় ১০ হাজার টাকা জরিমানা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল হাসান।

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধি:  বেলকুচি পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়নাল হক পৌর নির্বাচনী বিধি লংঘন করার অভিযোগে সোমবার দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা ২০১৫ এর ০৪ ধারা লংঘনের অপরাধে (অবৈধ ভাবে টাকা বিতরন) করায় বিধান না থাকলেও ৫নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী আয়নাল হক টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় মসজিদে টাকা দেওয়ার অপরাধ করায় ১০ হাজার টাকা জরিমানা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল হাসান।